প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ মাগরিব বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। মাহফিলে মোনাজাতের মাধ্যমে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও মানুষের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক আদর্শ ও অবদান নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে আগামী দিনগুলোতেও দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
আর.এম/সকালবেলা
© newsnet24bd All Right Reserved